আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের উত্তর গাজার বেত লাহিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ নিরীহ ফি’লিস্তিনিকে নির্মমভাবে হত্যা করেছে পৃথিবীর সবচেয়ে নি’কৃষ্ট ব’র্বর।ষ হিং’স্র হা’য়েনা ই’হু’দী জা’তি ই’স’রাইলি সামরিক বাহিনী।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে ইসরাইলি সামরিক বাহিনী পৃথকভাবে হামলা চালিয়ে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর আল জাজিরার তাদের একটি সংবাদ প্রতিবেদনে এমন তথ্য নিশ্চিত করেছে।
সেখানকার প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, শনিবার সন্ধ্যায় কোনো আগাম সতর্কতা ছাড়াই ই’সরাইলি বাহিনী জনবহুল ওই এলাকাটিতে হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে অনেক শিশু, নারী ও বৃদ্ধ ছিল।