আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সমগ্র পৃথিবীতে কেয়ামত বা ধ্বংসযজ্ঞের শুরুই হবে মধ্যপ্রাচ্য থেকেই। নবীদের ভবিষ্যদ্বাণীকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।
শুক্রবার মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার সময় রিপাবলিকান পার্টির নেতা এ কথা বলেন।
জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, তিন ঘণ্টা ধরে এ আলোচনা অনুষ্ঠান হয়। এতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন উত্তেজনা নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। ইউটিউবে প্রকাশের পরদিনই ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ শীর্ষক পডকাস্টে ট্রাম্পের বক্তব্য ২ কোটি ২০ লাখের বেশি মানুষ দেখেছেন।
আলোচনার একপর্যায়ে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন- এ অঞ্চল সম্পর্কে (মধ্যপ্রাচ্যে) নবীরা যা বলে গেছেন তা ফলে যাবে। এ সময় তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যই সেই জায়গা, যেখানে পৃথিবী শেষ হয়ে যাবে। ট্রাম্প বলেন, নবীরা বলে গেছেন, কেয়ামতের শুরু হবে মধ্যপ্রাচ্য থেকেই। আপনারা তা জানেন, তাই না?
বাইডেনের কথায় কান না দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ায় এসময় ইসরায়েলের প্রশংসাও করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে যুদ্ধের সময় ‘কিছু না করতে’ বলেছিলেন বাইডেন। আমার মনে হয়, ইসরায়েল বাইডেনের কথা শুনলে এখন তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।
ইসরায়েলের যুদ্ধের প্রতি তার সমর্থন ব্যক্ত করে ট্রাম্প বলেন, বাইডেন ইসরায়েলকে বলেছিলেন যুদ্ধের সময় কিছু না করতে। আমার মনে হয়, তারা (ইসরায়েল) যদি বাইডেনের কথা শুনত, তবে এখন তাদের মাথার ওপর একটা বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো। ভবিষ্যতেও বাইডেনের পরামর্শ ইসরায়েলে শোনা উচিত হবে না।