
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এলাকার একটি পাঁচতলা আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ ৯৩ জন নি’রীহ মা’জলুম ফি’লিস্তিনিকে নির্মমভাবে হ’ত্যা ক’রেছে পৃথিবীর ইতিহাসে স’বচেয়ে নি’কৃষ্ট ব’র্বর হিং’স্র হা’য়ে’না অ’ভিশপ্ত ই’হু’দী জাতি ই’স’রাইল।
ভয়াবহ এ বিমান হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ছাড়াও এখন পর্যন্ত ৪০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় কতৃপক্ষ।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের নিয়মিত সংবাদ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
গাজা সরকারের মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াবতা ই’স’রাইলের ভয়াবহ ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।