আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: কোনো রাজনৈতিক দলের গোলামি করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না বলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নুরুল হক নুরু।
এসময় গণঅধিকারের এ শীর্ষ নেতা আরো বলেন, যারা জনগণের জন্য কাজ করবে না তাদেরকছ অবশ্যই চাকরিচ্যুত করা হবে। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।
তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সারাদেশে প্রশাসনে যারা কাজ করছেন, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন, আপনাররা কোনভাবেই প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।