আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গেল পাঁচ দশকের মধ্যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন। ভারী বৃষ্টিপাতের কারণে এখনও ভয়াবহ বন্যা কবলিত বিচ্ছিন্ন এলাকাগুলোতে পৌঁছানোর জন্য লড়াই করছে দেশটির উদ্ধারকর্মীরা।
শুক্রবার (১ নভেম্বর) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ভয়াবহ এ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৫ জনে দাঁড়িয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় শুক্রবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড অপারেশনাল কো-অর্ডিনেশন সেন্টার (সিইসিওপি) জানায়, ভ্যালেন্সিয়াজুড়ে এ পর্যন্ত ২০৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন সেখানকার কতৃপক্ষ। এছাড়া, কাস্টিলা লা মাঞ্চা অঞ্চলে দুজন এবং আন্দালুসিয়ায় আরও একজন মারা গিয়েছেন।