আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে বৃহস্পতিবার ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া উত্তেজনার অনেকটা স্তিমিত হয়ে গেছে। বৃহস্পতিবার কার্যালয়টিতে ছাত্র-জনতা আগুন দেওয়ার দুদিন পর আজ শনিবার (২ নভেম্বর) সেখানে সমাবেশ ডেকেছে জাতীয় পার্টি নেতা কর্মীরা।
অন্যদিকে জাতীয় পার্টির সমাবেশের বিরুদ্ধে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। দুপক্ষের কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়ালে ডিএমপির পক্ষ থেকে কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে দুপক্ষই তাদের কর্মসূচি স্থগিত করে। এতে উত্তাপ থেমে যায়।
এদিকে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে কোনো কর্মসূচি না থাকলেও আগুনে পোড়ানো ভবনটি শনিবার (২ নভেম্বর) সকাল থেকে ঘিরে রেখেছে পুলিশ। সেখানে বাইরের কেউ ঢুকতে পারছে না। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের যেমন দেখা মেলেনি ঠিক তেমনি নেই বিরোধী পক্ষের কোন বিক্ষোভকারীরাও।