
আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ভারমন্ট অঙ্গরাজ্যে ভোর পাঁচটা থেকে নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের এই অঙ্গরাজ্যটিতে সবার আগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারমন্টে ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট শুরু হওয়ার কথা রয়েছে। এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়া। তবে ভোটগ্রহণ শুরুর সময়কাল প্রতিটি অঙ্গরাজ্যেই ভিন্ন ভিন্ন। আর এরপরই মিলবে চূড়ান্ত ফল।