১৮ই ফেব্রুয়ারি, ২০২৫, ১৮ই শাবান, ১৪৪৬

লাহোরে নিজ বাসভবন থেকে গ্রেফতার হলেন ইমরান খান

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ প্রশাসন।

জানা গিয়েছে, ইসলামাবাদের একটি আদালত রায় ঘোষণার পরই আজ শনিবার (৫ আগষ্ট) তাঁকে লাহোরের নিজ বাসভবন জামান পার্ক থেকে গ্রেপ্তার করা হয়।

পিটিআইয়ের পাঞ্জাব শাখার নেতা–কর্মীরা দলীয় প্রধানকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেন। দলের এক টুইট বার্তায় বলা হয়, ইমরান খানকে কোট লাখপাত কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ৯ মের পর আজ দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হলেন ইমরান খান।

এদিকে আজ ইসলাবামাদের আদালতে তোশাখানা মামলার রায় ঘোষণা করার সময় আদালতে হাজির ছিলেন না ইমরান খান। এবং তাঁর আইনজীবীরাও আদালতে অনুপস্থিত ছিলেন, ফলে ওই মামলায় তাঁর ‘দুর্নীতিচর্চা’ প্রমাণিত হয়েছে উল্লেখ করে আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেয়, এবং পাশাপাশি ইমরান খানকে ১ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত