আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ফান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত জনপ্রিয় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন অন্তবর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তাদের দু’জনকেই হাস্যজ্বল অবস্থায় ছবি তুলতে দেখা গিয়েছিল।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এ বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন জনপ্রিয় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আসিফ মাহমুদ প্যারিসে এসেছেন, আমার সঙ্গে দেখা করতে। ওই পোস্টের মধ্যে তিনি ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন।
সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান উপদেষ্টা আসিফ মাহমুদ।