আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ঢাকায় ভয়াবহ নাশকতার উদ্দেশ্যে আসা এক আওয়ামী লীগের নেতাকে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত ছাত্র-জনতা।
আজ রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই আটক নেতার পরিচয় পাওয়া যায়নি।
এ সময় উপস্থিত জনতা জানিয়েছে, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এই নেতা তার কয়েকজন কর্মী নিয়ে নিজেদের কার্যালয়ে এসেছিলেন। উপস্থিত ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় তার সঙ্গের কর্মীরা পালিয়ে যান।