
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় আরও কমপক্ষে ৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন ফিলিস্তিনি। ভয়াবহ এই হামলার ফলে বহু আবাসিক ভবন ও ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।
রবিবার (১৮ নভেম্বর) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় ৭২ জন এবং মধ্য গাজায় ২৪ জন ফিলিস্তিনি নিহত হন।
গাজায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে ইসরায়েল গাজার ওপর অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৪৩ হাজার ৮৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
গাজায় মানবিক সংকট চরমে।
গাজার বাসিন্দারা তীব্র মানবিক সংকটের মধ্যে রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট চরম আকার ধারণ করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান।
ইসরায়েলের এই অবিরাম আগ্রাসন বন্ধে এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নেওয়া জরুরি। গাজায় মানবাধিকার লঙ্ঘনের এই মর্মান্তিক ঘটনাগুলো পুরো বিশ্বকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে।