আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: চুপ থাকা ‘একটি পরিশ্রমহীন এবাদত। এছাড়াও চুপ থাকার অসংখ্য ফজিলত রয়েছে, তবে ইসলামের দৃষ্টিতে কিছু ক্ষেত্রে চুপ থাকা নিষিদ্ধ, যেমন:
অন্যায় দেখলে:
মহান আল্লাহ তায়ালার বলেন:
“وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ”
অর্থ:
“তোমরা ন্যায় ও তাকওয়ায় একে অপরকে সহায়তা কর, কিন্তু পাপ ও শত্রুতায় সহায়তা করো না।”
(সূরা মায়েদা, আয়াত ২)
সত্য কথা বলার প্রয়োজন হলে:
রাসুলুল্লাহ (সা:) এরশাদ করেন:
“أفضل الجهاد كلمة حق عند سلطان جائر.”
অর্থ:
“সর্বোত্তম জিহাদ হলো জালিম শাসকের কাছে সত্য কথা বলা।”
(সুনান আন-নাসায়ি: ৪২০৯)
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ন্যায়পরায়ণ ও সত্যবাদী হওয়ার তৌফিক দান করুক।
আমীন।