১৩ই ডিসেম্বর, ২০২৪, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬
সর্বশেষ
গাজায় দ’খ’লদার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ৪৪ হাজার ছাড়াল
গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে বিশ্বজনমতের বিজয়
কাবুলে আত্মঘাতী হামলায় তালেবান মন্ত্রী খলিল হাক্কানী নিহত
মাহমুদুল্লাহ ও তরুণ জাকিরের বিধ্বংসী ব্যাটিংয়ে উইন্ডিজকে বড় রানের টার্গেট দিলো টাইগাররা
উইন্ডিজের বিপক্ষে মান রক্ষার লড়াইয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ, আবারও ০ রানে ফিরলেন দায়িত্বজ্ঞানহীন লিটন দাস
শীতে চুলের যত্নে অ্যালোভেরার জাদু
২৩ জানুয়ারির মধ্যে বাজেট কাঠামো জমার নির্দেশ: দক্ষ ব্যয় ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ
বসুন্ধরায় শুক্রবার থেকে শুরু অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
বঙ্গভবনের অতিথি তালিকায় খালেদা জিয়া ও তারেক রহমান
নব অধিনায়কের অবিশ্বাস্য চমক! বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার খুব কাছে মেহেদী মিরাজ

ইসলামী শরীয়াহ অনুযায়ী চুপ থাকার ফজিলত

আওয়ার টাইমস নিউজ।

ইসলামী ডেস্ক: ইসলামী শরীয়াহ অনুযায়ী’চুপ থাকা একটি পরিশ্রমহীন এবাদত। চুপ থাকার মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে পাপ কাজ থেকে রক্ষা করতে পারে। এছাড়াও কুরআন ও হাদিসে চুপ থাকার ফজিলত সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা করা হয়েছে। যার কিছু সংখ্যক হাদিস নিম্নে উল্লেখ করা হলো:

১. চুপ থাকা পাপ থেকে রক্ষা করে।
রাসূলুল্লাহ (সা:) বলেছেন:
“مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ.”
অর্থ: যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে।
(সহিহ বুখারি: ৬০১৮, সহিহ মুসলিম: ৪৭৪৯)

২. জিহ্বার সংযম গুরুত্বপূর্ণ।
রাসূলুল্লাহ (সা:) বলেছেন:
“أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلَى خَطِيئَتِكَ.”
অর্থ: তোমার জিহ্বাকে সংযত রাখো, তোমার ঘরকে প্রশস্ত করো এবং তোমার পাপের উপর কান্না করো।
(তিরমিজি: ২৪০৬)

৩. মুমিনের অন্যতম গুণ চুপ থাকা।
হাদিসে এসেছে:
“وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟”
অর্থ: মানুষকে জাহান্নামের মধ্যে তাদের মুখমণ্ডলসহ নিক্ষেপ করার প্রধান কারণ হলো তাদের জিহ্বার কৃত অপকর্ম।
(তিরমিজি: ২৪০৯)

৪. অহেতুক কথা এড়িয়ে চলার নির্দেশ।
আল্লাহ তাআলা বলেন:
“مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ.”
অর্থ: মানুষ কোন কথা উচ্চারণ করে না, তার কাছে একজন পর্যবেক্ষক (ফেরেশতা) সদা প্রস্তুত থাকে।
(সুরা ক্বাফ: ৫০:১৮)

৫. জ্ঞান বৃদ্ধি পায় চুপ থাকার মাধ্যমে
ইমাম আলী (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন:
“إِذَا تَمَّ الْعَقْلُ نَقَصَ الْكَلَامُ.”
অর্থ: যখন মানুষের বুদ্ধি পরিপূর্ণ হয়, তখন তার কথা কমে যায়। (মুয়াত্তা মালিক: ১৭৭৮)

এছাড়াও চুপ থাকার রয়েছে অসংখ্য উপকারিতা:
১. গিবত, মিথ্যা এবং চোগলখুরি থেকে মুক্ত থাকা।
২. সমাজে অশান্তি কমানো।
৩. আত্মিক শান্তি এবং স্থিরতা বৃদ্ধি।
৪. আল্লাহর সন্তুষ্টি অর্জন।
৫. অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা।

**চুপ থাকা একজন মুমিনের চরিত্রকে সুন্দর করে তোলে এবং এটি আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। অতএব, যখন কথা বলার প্রয়োজন হয়, তখন কল্যাণমূলক কথা বলা উচিত। অন্যথায় চুপ থাকা উত্তম। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক।
আমীন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১