আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজারেরও বেশি। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ই’সরাইলি সামরিক বাহিনীর বোমা হামলা ও গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১৭৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দখলদার ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত ৪৪,০৫৬ জন নিহত এবং ১,০৪,২৬৮ জন আহত হয়েছেন। মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার ৮০ শতাংশ এলাকা বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, “উত্তর গাজার মানুষ মানবিক সহায়তা থেকে পুরোপুরি বঞ্চিত। তাদের জীবন বাঁচাতে এখন প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে।”
এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইচ্ছাকৃতভাবে গাজার সাধারণ মানুষকে খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করেছেন।
হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। অভিযোগে বলা হয়েছে, তিনি ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা এবং ৭ অক্টোবরের হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তবে ইসরায়েল দাবি করেছে, জুলাই মাসে এক বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হয়েছেন।
গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছে লাখো মানুষ। আন্তর্জাতিক মহল এই সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।