আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক ও রেলপথ অবরোধ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চালকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
দুপুরে অটোরিকশা চালকরা সড়ক ও রেলপথ অবরোধ করলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেন আটকে পড়ে। একই সময়ে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটি কমলাপুর শহরতলি স্টেশনে আটকা পড়ে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে অবরোধকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তবে রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।
এ ঘটনার পর থেকে জুরাইন ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন,
“অবরোধের কারণে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন আটকে যায় এবং খুলনাগামী নকশিকাঁথা ট্রেন কমলাপুর শহরতলি স্টেশনে আটকে রয়েছে। এতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতুর রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।”
এ ঘটনার কারণে এলাকাবাসী এবং যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।