আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার মধ্যরাতে চালানো এই হামলায় এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানায়, একটি ৮ তলা ভবনে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এছাড়া, বাঙ্কার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ব্যবহার করা হয়।
বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরায়েলি সামরিক বিমানগুলো দক্ষিণ শহরতলিতে হামলা চালায়। স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে এই আক্রমণ শুরু হয়। এএফপি জানায়, বিস্ফোরণে রাজধানী কেঁপে ওঠে এবং তীব্র বিস্ফোরকের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বৈরুতের মধ্য ও পূর্বাঞ্চলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার মধ্যে একটি ছিল অত্যন্ত শক্তিশালী। এএফপির টিভি ফুটেজে ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে।
এর আগেও ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। গত সেপ্টেম্বরে দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহসহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করতে বাঙ্কার বিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছিল ইসরায়েল।
শুক্রবারের আরেকটি হামলায় একটি ১১ তলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লেবাননের নাগরিকদের মধ্যে এ ধরনের আক্রমণ আতঙ্ক ও ক্ষোভ বাড়িয়ে তুলেছে।
(সূত্রঃ এএফপি ও রয়টার্স)