আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ, রোববার (২৪ নভেম্বর), দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন নিয়োগের সবকটি পদই কর্মকর্তা পর্যায়ের। নিয়োগ প্রক্রিয়া সাধারণ বিসিএসের মাধ্যমে হবে নাকি বিশেষ বিসিএসের মাধ্যমে তা সংবাদ সম্মেলনে জানানো হবে।
আরোও জানা গিয়েছে, এ নিয়োগে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে বড় আকারের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিভিল সার্ভিসের এ নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন।
এই বড় আকারের নিয়োগ পরিকল্পনা সরকারি চাকরিতে আগ্রহীদের মধ্যে ইতিবাচক সাড়া জাগাতে পারে বলে আশা করা হচ্ছে।