আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মরণব্যাধি ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার পর ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন। এর অংশ হিসেবে তিনি বাংলাদেশেও আসতে চান বলে জানা গিয়েছে।
ব্রিটিশ আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মিরর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশের তিন দেশ—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন। রাজা চার্লসের শারীরিক অবস্থার উন্নতির কারণে এই সফর শিগগিরই হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্যানসার থেকে সেরে ওঠা রাজা চার্লসের জন্য এই সফর একটি বড় মাইলফলক। এই সফর ব্রেক্সিট-পরবর্তী বিশ্বের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত হয়নি। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।
গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা চার্লস সব ধরনের সফর স্থগিত করেছিলেন। এবার ভারতীয় উপমহাদেশ সফরের মাধ্যমে তিনি পুনরায় আন্তর্জাতিক সফর শুরু করতে যাচ্ছেন।
২০০৬ সালে ক্যামিলাকে সঙ্গে নিয়ে তৃতীয় চার্লস পাকিস্তান সফর করেছিলেন। সেই সফরে তিনি উল্লেখ করেছিলেন, “আপনাদের কাছে পৌঁছাতে আমার প্রায় ৫৮ বছর লেগেছে, তবে চেষ্টার অভাব ছিল না।”
এবারের সফরে রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্রিটেনের অবস্থান আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। তবে বিশেষ করে ভারত সফর নিয়ে কিছু কূটনৈতিক জটিলতাও রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্কের প্রভাব এই সফরে কতটা পড়বে, তা নিয়ে আলোচনা চলছে।
সফরটি সফল হলে বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোর সঙ্গে ব্রিটেনের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।