আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: এন্টার্কটিকা, বিশ্বের দক্ষিণ মেরুতে অবস্থিত বরফে আচ্ছাদিত মহাদেশ, বর্তমানে বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম শিকার। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে, গত কয়েক দশকে এ মহাদেশের বরফ গলার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এন্টার্কটিকার বরফে পৃথিবীর মিষ্টি পানির প্রায় ৭০% ধারণ করা হয়েছে। তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে মহাদেশটির প্রান্তিক অঞ্চলগুলোতে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির আশঙ্কা বাড়াচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে উপকূলীয় অঞ্চলে বসবাসকারী লাখ লাখ মানুষ বিপন্ন হতে পারে।
এছাড়াও, এন্টার্কটিকার গ্রীষ্মকালীন তাপমাত্রা সাম্প্রতিক বছরগুলোতে ক্রমশ বেড়ে চলছে। বিজ্ঞানীরা জানান, বরফের চাদর পাতলা হয়ে যাওয়ার কারণে মহাসাগরের উষ্ণ স্রোত বরফের গলন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করছে।
উল্লেখ্য, এন্টার্কটিকা শুধু তার চরম আবহাওয়া এবং বিরল প্রাণীকুলের জন্যই নয়, বরং বিজ্ঞানীদের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবেও পরিচিত। বর্তমানে সেখানে ৭০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণা স্টেশন রয়েছে।
বিশেষজ্ঞরা এ ব্যাপারে বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ এন্টার্কটিকার পরিবর্তন শুধু ওই অঞ্চলের নয়, বরং পুরো পৃথিবীর পরিবেশ ও জলবায়ুতে বিপর্যয় ডেকে আনতে পারে।