আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক: সোমবার ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মহানবী (সা.)-এর জন্ম এবং নবুয়ত প্রাপ্তি, আমলসমূহ আল্লাহর কাছে পেশ হওয়া, এবং নফল রোজার গুরুত্ব—সবকিছু মিলিয়ে সোমবারের রয়েছে বিশেষ মর্যাদা। পবিত্র হাদিসসমূহে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।
১. সোমবারে মহানবী (সা.)-এর জন্ম ও নবুয়ত প্রাপ্তি
মহানবী (সা.) সোমবারের ফজিলত সম্পর্কে বলেছেন:
হাদিস (আরবি):
عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ الِاثْنَيْنِ، فَقَالَ: «فِيهِ وُلِدْتُ، وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ».
অনুবাদ:
“আবু কাতাদা আল-আনসারী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.)-কে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার ওপর (ওহি) অবতীর্ণ হয়েছে।
(সহীহ মুসলিম: ১১৬২)
এই হাদিস থেকে বোঝা যায় যে সোমবার মহানবী (সা.)-এর জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যা দিনটিকে আরও তাৎপর্যময় করে তোলে।
২. সোমবারে আমলসমূহ আল্লাহর কাছে পেশ করা হয়
হাদিস (আরবি):
تُعْرَضُ الْأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَأُحِبُّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ.
অনুবাদ:
“আমাদের আমলসমূহ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আমি পছন্দ করি, যখন আমার আমল পেশ করা হয়, তখন আমি রোজাদার থাকি।”
(তিরমিজি: ৭৪৭; নাসায়ি: ২৩৫৮)
এই হাদিসে সোমবারের রোজার বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ (সা.) এই দিনটিতে রোজা রেখে আমল পেশ করতেন।
৩. সোমবারে নিয়মিত রোজার গুরুত্ব
হাদিস (আরবি):
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: “كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ”.
অনুবাদ:
“আয়েশা (রা.) থেকে বর্ণিত যে, ‘রাসূলুল্লাহ (সা.) সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে অত্যন্ত যত্নবান ছিলেন।
(তিরমিজি: ৭৪৫)
সোমবারের আমলসমূহ
১. নফল রোজা রাখা:
মহানবী (সা.)-এর সুন্নাহ অনুযায়ী এই দিন রোজা রাখা আল্লাহর নৈকট্য লাভের একটি উত্তম উপায়।
২. ইবাদত ও দোয়া করা:
আমল পেশের দিন হওয়ায় এই দিনে বেশি করে ইবাদত ও দোয়া করলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হয়।
৩. তাওবা করা:
সোমবার আমল পেশের দিন হওয়ায়, নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।