আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলের মধ্যে অভিবাসী-প্রত্যাশীদের বহনকারী নৌকাডুবে গিয়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫১ জন অভিবাসী প্রত্যাশী।
সোমবার (৭ আগস্ট) তিউনিসিয়ার বিচার বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বার্তা-সংস্থা রয়টার্স তাদের এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানায়।
বার্তা সংস্থা রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, গত দুই দিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসন-প্রত্যাশী বহনকারী মোট ৫-টি নৌকাডুবির ঘটনা ঘটেছছ। এতে এখন পর্যন্ত মোট সাত জন মারা গিয়েছেন এবং এখনো ৬৭ জন নিখোঁজ রয়েছেন।