১৬ই মার্চ, ২০২৫, ১৫ই রমজান, ১৪৪৬
সর্বশেষ
আপেল খোসাসহ খাবেন নাকি খোসা ছাড়িয়ে? জেনে নিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল নথি ও সরকারি জমি বরাদ্দের অভিযোগ: দুদকের তদন্তে চাঞ্চল্য
মাগুরায় নিষ্পাপ আছিয়ার জানাজায় শোকের ঢল, ন্যায়বিচারের দাবিতে ফুঁসছে জনতা
কোন শ্রেণীর মানুষ যাকাত গ্রহণ করতে পারবে? জানুন ইসলামের নির্দেশনা”
মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুর মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে উত্তাল দেশ
ধামরাইয়ে পুনরায় নির্মিত ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
হজ সেবায় গাফিলতির বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা
যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইউক্রেন রাজি
টেকনাফে মালয়েশিয়া পাচারের ষড়যন্ত্রে ১৮ রোহিঙ্গা উদ্ধার, পাচারের দালাল আটক
প্রত্যাবাসনের আশায় রোহিঙ্গাদের মুখে উচ্ছ্বাস: জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফর শুরু

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে গণঅভ্যুত্থানের পথে পাকিস্তান

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজনীতি নতুন করে অস্থিরতায় জড়াচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে থাকলেও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। তাদের চার দফা দাবি পূরণের জন্য ইমরান খানের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন, পাকিস্তানে কি সরকার পতনের গণঅভ্যুত্থান ঘটতে যাচ্ছে?

এর আগে ২০২৩ সালের আগস্টে ইমরান খানের গ্রেপ্তারের পর থেকেই তার সমর্থকরা দেশব্যাপী আন্দোলনে নেমেছে। তাদের দাবি—ইমরান খানের মুক্তি, বেআইনি গ্রেপ্তার বন্ধ করা, নির্বাচনী কারচুপির বিচার, এবং সংবিধানের ২৬তম সংশোধনীর বাতিল।

রোববার (২৪ নভেম্বর) ইমরান খানের ডাকা চূড়ান্ত সমাবেশে যোগ দিতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী-সমর্থকরা গাড়ি বহর নিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে ছুটে আসে। পিটিআই এই সমাবেশকে পাকিস্তানের স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে সরকার। শহরের প্রধান সড়কগুলো কন্টেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে জনসাধারণের যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এমনকি সোমবার ইসলামাবাদের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন-এর বরাতে জানা গেছে, সরকারের এসব পদক্ষেপ সত্ত্বেও পিটিআই কর্মীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন আরও কঠোর হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইমরান খানের মুক্তি ও তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য জয় পাকিস্তানের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে বিতর্ক তুঙ্গে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইমরান খানের এই ডাকে সহিংসতা শুরু হলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে।

অন্যদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এক ভিডিও বার্তায় সমর্থকদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকরা এই বার্তাকে বিপজ্জনক আখ্যা দিয়ে সতর্ক করেছেন, যদি এই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতির স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন উঠবে।

ইমরান খানের এই আন্দোলনকে অনেকেই সরকার পতনের চূড়ান্ত চেষ্টা হিসেবে দেখছেন। তবে পাকিস্তানের ইতিহাসে সামরিক হস্তক্ষেপের যে রীতি রয়েছে, তা নতুন করে পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থান হোক বা না হোক, পাকিস্তানের রাজনৈতিক সংকট আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে।

পাকিস্তানের বর্তমান অস্থির পরিস্থিতি এবং ইমরান খানের আন্দোলনের ভবিষ্যৎ কী হতে পারে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে..

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত