আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রুম নম্বর ২০১১’ মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ নভেম্বর সিনেমাটির প্রিমিয়ার হবে যুক্তরাষ্ট্রে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নির্মমভাবে নিহত হন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মত প্রকাশ করায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই হৃদয়বিদারক ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।
সিনেমার পরিচালক শেখ জিসান আহমেদ বলেন, এটি সরাসরি আবরারের বায়োপিক নয়। তবে আবরারের ঘটনাকে কেন্দ্র করেই সিনেমাটি নির্মিত হয়েছে। দৈর্ঘ্য হবে ২০-২৫ মিনিট। নির্মাণের আগে তার পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে কথা বলেছি। মূল ঘটনা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি।
সিনেমাটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসের চিত্রায়ণে বুয়েটের পরিবেশের সঙ্গে মিল রেখে কাজ করা হয়েছে। নির্মাতার ভাষ্যে, সিনেমাটি আবরারের জীবনের করুণ ঘটনাকে স্মরণ করিয়ে দেবে এবং তার প্রতি ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করবে।
‘রুম নম্বর ২০১১’ মুক্তির মধ্য দিয়ে আবরারের স্মৃতিকে আরও একবার সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।