আওয়ার টাইমস নিউজ।
এবার রাজধানীতে র্যাবের হাতে গ্রেফতার হলো ভয়ংকর একটি ধর্মীয় বয়ান চক্র। ভয়ংকরী এ ধর্মীয় বয়ান চক্রটি বোরখা পড়া নারীদের বয়ানের মাধ্যমে বোকা বানিয়ে সর্বস্ব লুটে নিতো। ‘বয়ান পার্টি’ নামে পরিচিত একটি প্রতারক চক্র। সম্প্রতি রাজধানীর রামপুরায় এক নারীকে বোকা বানিয়ে ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সামনে আসে এই চক্রের নাম। এই চক্রের দলনেতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ বলছে, চক্রটি গত ৫ বছরে কমপক্ষে দুশোরও বেশি নারীকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। এই চক্রটি প্রধান টার্গেট বোরখা পড়া নারী।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গেল ২২ জুলাই রাজধানীর রামপুরা এলাকায় সকালে হাঁটতে বের হয়ে এই চক্রের খপ্পরে পড়েন এক সহজ-সরল নারী। তখন সিসিটিভি ফুটেজে দেখা যায়, বয়ান পার্টির একজন সদস্য ওই নারীর মাথায়ও হাত বুলিয়ে দিচ্ছেন। এরপর ১০ মিনিট চক্রটির সাথে কথার পর বাসায় গিয়ে এক লাখ ১৮ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের দুল এনে চক্রটির হাতে তুলে দেন ওই নারী।