আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আরিফের হত্যাকাণ্ড এবং পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে ছাত্র-জনতা, হিন্দু-মুসলিম সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই বার্তা দেন। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন এবং দেশবাসীকে উত্তেজনা পরিহারের আহ্বান জানিয়েছেন।
প্রেস সচিব আরও জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ইতোমধ্যে ৩৩ জনকে আটক করেছে। হত্যাকাণ্ডের ভিডিও দেখে সন্দেহভাজন ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২১ জন এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
প্রদান উপদেষ্টার প্রেস সচিব আরো বলেন, “সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।”
বিএনপির পক্ষ থেকে বৈঠকে জাতীয় ঐক্যের প্রস্তাব দেওয়া হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ।