আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সম্প্রতি সময়ে বাংলাদেশকে অস্থিশীল করার অপচেষ্টায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গুষ্টি ইসকনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করে ইসকনের অনুসারীরা। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসকন কর্তৃক দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো চেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ বিষয়ে হাইকোর্টকে নিশ্চিত করেছে রাষ্ট্রপক্ষ। তারা আরও জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আরও ৬ জনকে চিহ্নিত করা হয়েছে।
সরকারেরের এমন কঠোর পদক্ষেপে হাইকোর্ট সন্তুষ্টি প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর), বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায়ের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন এ তথ্য উপস্থাপন করেন। আদালত সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে জানায়, এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি। পাশাপাশি, জানমালের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসকন নিষিদ্ধের আবেদন।
এর আগে ইসকন নিষিদ্ধের দাবিতে মৌখিক আবেদন করেন আইনজীবী মো. মনির উদ্দিন। তার আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের অবস্থান জানতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে হাজির হতে নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি, ইসকন সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রামের সংঘর্ষ ও আইনজীবী নির্মমভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রামে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মঙ্গলবার বিকেলে আদালত এলাকায় ইসকনের অনুসারীদের হামলার সময় তিনি তাদের প্রতিহত করার চেষ্টা করেন। পরে তাকে তুলে নিয়ে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে গিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার সন্ধ্যায় নিহত আইনজীবীর জানাজা শেষে ফেরার পথে তার সহযোগীদের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকটি জব্দ করে চালক মুজিবর রহমানকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।