আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের জামিয়া রাহমিয়া আরাবিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজত নেতাদের বক্তব্য:
বৈঠকে নেতারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে, যা গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র বলে দাবি করেন তারা।
ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের মাধ্যমে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হবে। পাশাপাশি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়, যাতে কেউ সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দেয়।
এর আগে গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে তোলা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
তবে, চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নিয়ে যাওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ঘটে। এ সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ চলছে। এসব কর্মসূচি থেকে ইসকনকে রাষ্ট্রের পক্ষ থেকে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে।
হেফাজত নেতারা ইসকনকে “উগ্র সন্ত্রাসী গোষ্ঠী” হিসেবে আখ্যা দিয়ে তাদের কর্মকাণ্ডে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ করেছেন। তারা দাবি করছেন, এ গোষ্ঠীকে নিষিদ্ধ না করলে দেশে আরও বড় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের এ বিক্ষোভ দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইনজীবী হত্যার সুষ্ঠু বিচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব এখন প্রশাসনের ওপর।