আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন, বিগত সময়ে সংঘটিত জুলাই গণহত্যাসহ সব গুম ও হত্যাকাণ্ডের দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্তাবে। তিনি তৎকালীন রাষ্ট্রপ্রধান ও দলীয় প্রধান হওয়ায় এসব ঘটনার জন্য তাকে দায় নিতে হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) মোংলায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রসিকিউটর তামিম। প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ায় মোংলার মানুষ তাকে সংবর্ধনা জানায়।
তামিম বলেন, “জুলাই গণহত্যা ও অন্যান্য ঘটনায় দায়ের করা অধিকাংশ মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এসব মামলার তদন্ত শুরু হয়েছে এবং বেশ কিছু অভিযোগের প্রাথমিক প্রতিবেদনও হাতে এসেছে।”
তিনি আরও জানান, ট্রাইব্যুনালে ইতোমধ্যে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রসিকিউটর তামিম আশা প্রকাশ করেন, চলমান তদন্ত দ্রুত শেষ হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা সম্ভব হবে।