আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দ’খ’লদার ইসরায়েলি বাহিনী আবারও ভয়াবহ হামলা চালিয়েছে। গত একদিনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।
আজ রোববার (১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে এই হামলায় ৪০ জনের প্রাণহানি ঘটে। দিন শেষে নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছায়।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের জবাবে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৪৪,৩৮২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো ১০,০০০ জনেরও বেশি মানুষ আটকে আছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।
ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। ইতোমধ্যে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
গাজার মানবিক বিপর্যয়ের এ চিত্র বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে। অবরুদ্ধ উপত্যকায় সাহায্য সরবরাহ বন্ধ থাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো দ্রুত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সূত্রঃ আল জাজিরা