আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দণ্ডপ্রাপ্ত সব আসামি হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। আদালত এই মামলার বিচারিক প্রক্রিয়াকে বেআইনি ও রাজনৈতিক প্রভাবিত বলে উল্লেখ করেছেন।
রবিবার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রায় দেন। এই রায়ে আদালত জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ এবং তদন্তে গুরুতর অসঙ্গতি ছিল। তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ প্রমাণ না থাকায় তাকে খালাস দেওয়া হয়।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, মামলার পুনঃতদন্ত বেআইনি ছিল এবং এটি বিচারিক আদালতের এখতিয়ারের বাইরে। মুফতি হান্নানের স্বীকারোক্তি নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছিল এবং প্রথম জবানবন্দিতে তারেক রহমানের নাম উল্লেখ ছিল না।
তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সরকারের প্রভাবের বিষয়টিও আদালতের রায়ে উঠে এসেছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই রায়কে “সত্যের জয়” বলে আখ্যা দিয়েছে। সংগঠনের নেতারা বলেন, “তারেক রহমান ও অন্য আসামিদের বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক ছিল।
তারা আরও দাবি করেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা বিএনপিকে চাপে ফেলতে সাজানো হয়েছিল।
রায়ে আদালত জানিয়েছেন, ফৌজদারি মামলা কখনো তামাদি হয় না। ফলে, নিহত ও আহতদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার সুযোগ রয়েছে।