আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে বিক্ষোভ ও হামলার পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২ ডিসেম্বর (সোমবার) রাত থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ ভারতীয় দূতাবাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দূতাবাসের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুলশান ও প্রগতি সরণি থেকে দূতাবাসমুখী সড়কে তল্লাশি চৌকির কার্যক্রমও আরও কঠোর করা হয়েছে।
ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে দূতাবাস এলাকায় বিশেষ কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে আগরতলার ঘটনার প্রেক্ষিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যদের হামলার ঘটনায় দেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
সরকারি ও কূটনৈতিক মহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।