আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পাবনার সুজানগরে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে অন্তত পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, জনাব আলীর পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের ১০টি দোকান পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ তিন ঘণ্টা কাজ করে, অবশেষে রাত সাড়ে ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।