আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে আর কখনোই ভারতের আধিপত্য বজায় থাকবে না, এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “বিপ্লবোত্তর ছাত্র ঐক্য” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, ন্যায্যতার ভিত্তিতে। ধর্মীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি। নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, তবুও তাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। ভারতের নীতিনির্ধারকদের মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল বা মায়ানমারের মতো প্রতিবেশী দেশের সঙ্গেও সৌহার্দপূর্ণ সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না। আমাদের ঐক্য যতদিন থাকবে, ততদিন কেউ আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারবে না। মতপার্থক্য থাকবে, কিন্তু তা যেন পরমতসহিষ্ণুতার ভিত্তিতে হয়, দমন-পীড়নের মতো না।
এছাড়াও তিনি আরো বলেন, আমাদের পথ কণ্টকাকীর্ণ, তবে ঐক্য বজায় রাখলে যেকোনো বাধা আমরা পেরিয়ে যেতে পারব।
সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তারা সবাই জাতীয় ঐক্যের শক্তিশালী ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।