আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। তবে ওই জরিপে একই সময়ে বিরোধী দলের জনপ্রিয়তা বাড়ছে বলেও জানিয়েছে মার্কিন এ জরিপ সংস্থাটি।
এ জরিপে অংশ নেওয়াদের প্রায় ৯২ শতাংশ মানুষ বলেছেন যে, তারা আগামী জাতীয় নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান। আইআরআইয়ের ওয়েবসাইটে ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, মার্চ-এপ্রিল ২০২৩’ শীর্ষক জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়। দেশের ৬৪টি জেলার ১৮ বছর বা তার বেশি পাঁচ হাজার অংশগ্রহণকারীর ওপর ওই জরিপ চালানো হয়। আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের চালানো ওই জরিপে অংশগ্রহণকারীদের ৭০ শতাংশ মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।