
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের জাপোরিজিয়া ও ক্রিভি রিহ শহরে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
জাপোরিজিয়া শহরের একটি গাড়ি মেরামতের কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। সেখানকার আঞ্চলিক গভর্নর জানান, এই ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২৪ জন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
রুশ বাহিনীর হামলার কারণে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতেও রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একটি প্রশাসনিক ভবনে সরাসরি আঘাতের ফলে দুইজন নিহত হন এবং আহত হন কমপক্ষে ১৯ জন, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে।
এছাড়াও, আবাসিক ভবনগুলোও এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে।
এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের হামলা শুধুমাত্র ইউক্রেন নয়, বরং সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
তথ্য সূত্রঃ বার্তা সংস্থা রয়টার্স।