
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: গ্লোবাল সুপার লিগের শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। প্রথম দুই ম্যাচেই হেরে বসেছিল দলটি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। তবুও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলে সৌম্য সরকার ও রিশাদ হোসেনের ডাক পড়ায় রংপুর রাইডার্সের দলে সংকট তৈরি হয়, যা ফাইনাল খেলার সম্ভাবনাকেও অনিশ্চিত করে তুলেছিল।
সেই অনিশ্চয়তা কাটিয়ে রংপুর রাইডার্স ফাইনালে চমৎকার পারফর্ম করে। ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় তারা।
আজ শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স ১৭৮ রানের লক্ষ্য দেয়। জবাবে ভিক্টোরিয়া ১২২ রানেই অলআউট হয়ে যায়, ম্যাচ শেষ হয় ১১ বল বাকি থাকতে। এতে সহজেই ৫৬ রানের জয় পায় রংপুর রাইডার্স।
রংপুরের পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন হারমীত সিং, যিনি শিকার করেন ৩টি উইকেট। শেখ মাহেদী এবং সাইফ হাসান নেন ২টি করে উইকেট। এ ছাড়া কামরুল হাসান ও রিশাদ হোসেন একটি করে উইকেট তুলে নেন।
টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে দারুণ শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে অর্ধশতক পূর্ণ করেন।
টেইলর ৪৯ বলে ৬৮ রান করে আউট হলেও, সৌম্য ব্যাট হাতে দলের দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। শেষ দিকে সাইফ হাসান (৬) ও ম্যাডসেন (১০) দ্রুত আউট হলেও সৌম্যর অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে রংপুর রাইডার্স ১৭৮ রানের শক্ত পুঁজি গড়ে।