
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গত আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও যুব টাইগারদের প্রধান লক্ষ্য শিরোপা ধরে রাখা।
আজ রোববার (৮ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। ভারত এ পর্যন্ত সর্বোচ্চ ৭টি শিরোপা জিতেছে। সবশেষ ২০২১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে সপ্তম শিরোপা ঘরে তুলেছিল দলটি। এবার অষ্টম শিরোপার লক্ষ্যে মাঠে নামবে তারা। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য দ্বিতীয় শিরোপা জয়।
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে শুরু করা ভারত ফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কাকে হারিয়ে। অন্যদিকে সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাকিস্তান।
সেমিফাইনালে শ্রীলংকার বিপক্ষে ভারত দাপুটে জয় পেয়েছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ভারত ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে ১৭৩ রান। জবাবে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। ওপেনার বৈভব সূর্যবংশীর ৩৬ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস ও আয়ুশের ২৮ বলে ৩৪ রান তাদের জয় সহজ করে তোলে। মাত্র ২১.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
অন্যদিকে সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তান দলকে বিধ্বস্ত করে বাংলাদেশ দল।
অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৩৭ ওভারে করে মাত্র ১১৬ রান। ফারহান ইউসুফের ৩২ রান ছাড়া কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। বল হাতে বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ২৪ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলে নেয়। অধিনায়ক আজিজুল হাকিম ৪২ বলে অপরাজিত ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এবার ফাইনালে বাংলাদেশ কি শিরোপা ধরে রাখতে পারবে নাকি ভারত অষ্টম শিরোপা ঘরে তুলবে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।