
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যার্পণ চুক্তির আওতায় কিছু আইনি প্রক্রিয়া শেষ করার পরই শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, “শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে চাই। জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যায় ১,৫০০ মানুষের মৃত্যু হয়েছে, যার নির্দেশদাতা তিনি। এছাড়া, অতীতে যে সব গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর সময়ও তিনি সরকার প্রধান ছিলেন।
তিনি আরও বলেন, প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের জনগণের সম্পদ। এই অর্থ চুরি করে বিদেশে পাঠানো হয়েছে। এসব অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের অঙ্গীকার।
শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রেস সচিব বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে আমরা তার প্রত্যার্পণ চাইব। এই প্রক্রিয়া শেষ করার কাজ চলছে।
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে ন্যায় ও মর্যাদার সম্পর্ক চাই। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা করছি।
ভারতের পররাষ্ট্র সচিবের সফরের প্রসঙ্গে তিনি বলেন, “এই সফরে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।