
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি সশস্ত্র বিদ্রোহীদের ভয়াবহ হামলায় আচমকা ক্ষমতা হারানোর পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তার দীর্ঘদিনের মিত্র দেশ রাশিয়া এই তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘আরআইএ নভোস্তি’ জানিয়েছে, আসাদ তার পরিবারসহ মস্কোতে আশ্রয় পেয়েছেন। ক্রেমলিনের একটি সূত্র জানিয়েছে, “মানবিক দিক বিবেচনা করে বাশার আল-আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে।”
রাশিয়া জানিয়েছে, সিরিয়ায় চলমান সশস্ত্র বিদ্রোহের কারণে পরিস্থিতি খারাপ হওয়ায় আসাদ পালিয়ে যান। এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া।
বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই আসাদ সিরিয়া ছেড়ে পালান বলে ধারণা করা হচ্ছে। প্রথমে জানা যায়, বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশ করার সময় ব্যক্তিগত উড়োজাহাজে করে তিনি দেশ ছাড়েন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আসাদ এখন সম্ভবত দেশের বাইরে আছেন।” তবে তিনি কোথায় রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অনেকেই ধারণা করছেন, সিরিয়া থেকে পালানোর পর আসাদের গন্তব্য হয় ইরান নয়তো রাশিয়া। বিদ্রোহীরা দামেস্ক দখলের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাশার আল-আসাদ পদত্যাগ করেছেন এবং সিরিয়া ছেড়ে চলে গিয়েছেন। সূত্রঃ আল জাজিরা। রুশ গণমাধ্যম।