আওয়ার টাইমস নিউজ।
ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার পৃথ্বী শর বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখলো ইংল্যান্ডের ক্রিকেট প্রেমীরা। দীর্ঘদিন ধরে খারাপ পারফরম্যান্সের হতাশায় ছিলেন পৃথ্বী” যেমন আইপিএল বাজে ব্যাটিংয়ের ব্যর্থতার পর দুলীপ ট্রফিতেও ছিলেন চরম ব্যর্থ। এরপর গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে ক্রিকেট খেলতে। গিয়েও সেখানে গিয়েও নর্দাম্পটনশায়ারের হয়ে প্রথম দুই ইনিংসে বড় রান করতে পারেননি এই ক্রিকেটার। প্রথম ম্যাচে করেছেন ৩৪ আর দ্বিতীয়টিতে করেছেন মাত্র ২৬ রান।
অবশেষে দীর্ঘদিনের ব্যাটিং হতাশা কাটিয়ে বড় ইনিংস খেলার সব ক্ষুধা যেন এক ইনিংসেই মেটালেন ভারতের এই তরুণ তারকা ক্রিকেটার। বুধবার নর্দাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিপক্ষে দলকে ২৪৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস উপহার দেন পৃথ্বী। ১৫৩ বলের ইনিংসটিতে ছিল ২৮ চার ও ১১ টি অসাধারণ ছক্কার মার। পৃথ্বীর এমন ইনিংসে ৮ উইকেটে ৪১৫ রানের বিশাল সংগ্রহ পায় নর্দাম্পটনশায়ার দল। এতেই সমারসেটের বিপক্ষে ৮৭ রানের বড় জয় পায় নর্দাম্পটনশায়ার।
[embed]https://twitter.com/i/status/1689342551680032769[/embed]