
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিলেটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিন থেকেই উত্তেজনার পারদ চড়েছে তুঙ্গে। তরুণ ক্রিকেটার জিশান আলম এক ওভারে পাঁচ ছক্কা মেরে রেকর্ড গড়েছেন। টানা ৮ বলে মেরেছেন ৭ ছক্কা, ইনিংসে মোট ১০টি ছক্কা নিয়ে ৫২ বলে সেঞ্চুরি করেছেন। অন্যদিকে ঢাকার আরিফুল ইসলাম জবাবে ৪৬ বলে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিলেন।
সিলেটে ম্যাচের প্রথম ইনিংসে সিলেট দল করে ৪ উইকেটে ২০৫ রান। ঢাকার হয়ে শুভাগত হোম শেষ বলে ছক্কা মেরে দলকে ৬ উইকেটে জয় এনে দেন।
জিশান আলম ইনিংসের প্রথম দিকে ধীরগতিতে খেললেও ১৪তম ওভারে আরাফাত সানি জুনিয়রের ওভারে টানা পাঁচ ছক্কা মেরে একাই ম্যাচের রঙ পাল্টে দেন। তিনি ৫২ বলে ১০টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন। তবে সেঞ্চুরির পরের বলেই বোল্ড হয়ে যান।
ঢাকার ইনিংসে আরিফুল ইসলাম ক্রিজে আসার পর থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন। তিনি ৪৬ বলে ৬ চার এবং ৮ ছক্কার সাহায্যে ৯৪ রান করেন। শেষ পর্যন্ত শুভাগত হোমের শেষ বলের ছক্কায় জয় নিশ্চিত হয়।
অপর ম্যাচেও রানের ঝড় ছিল। ঢাকার ইমরানুজ্জামান এবং নাঈম শেখের ওপেনিং জুটি প্রথম ১১ ওভারে ১১৯ রান তুলে দেয়। ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান। জবাবে বরিশাল ফজলে মাহমুদ রাব্বীর ৫২ বলে ৭৭ এবং সোহাগ গাজীর ৩২ বলে ৪০ রান সত্ত্বেও ৮ উইকেটে ১৬১ রান পর্যন্তই যেতে পারে।
প্রথম দিন থেকেই টি-টোয়েন্টি জাতীয় লিগে চার-ছক্কার বৃষ্টি আর উত্তেজনার ঝড় শুরু হয়েছে। বিশেষ করে জিশান আলম এবং আরিফুল ইসলামের ব্যাটিং পারফরম্যান্স এবারের লিগের সূচনাকেই স্মরণীয় করে তুলেছে।