আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের ষষ্ঠ টাইফুন খানুনে দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে ঝড়ের সাথে তুষারপাত ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে দেশটির পুলিশ প্রশাসন চলমান থাকা ব্লু এলার্ট অব্যাহত রেখেছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যমগুলো। আজ বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল অবজারভেটরি এই ব্লু এলার্ট অব্যাহত রাখার কথা জানিয়েছেন ।
ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার জানিয়েছে, টাইফুন খানুন ঘণ্টায় ২০ থেকে ২৫ কিমি বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি ন্যাশনাল কোরিয়া প্রজাতন্ত্রের দক্ষিণ উপকূলে মারাত্মক বিপদজনক ভাবে আঘাত হানতে পারে। এবং টাইফুন খানুনের কারণে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-পূর্ব চীনের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ সময়ের মধ্যে, দেশটির বোহাই সাগর, পীত সাগর ও পূর্ব সাগরের কিছু অঞ্চলে দ্রুত বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানিয়েছে ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার
এদিকে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষকে টাইফুনের মোকাবেলায় প্রস্তুত থাকার এবং সম্ভাব্য বন্যা ও ভূতাত্ত্বিক বিপর্যয়ের জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সূত্রঃ চীনা গণমাধ্যম।