আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হওয়ায় আজকের ম্যাচটি টাইগারদের জন্য মান রক্ষার সুযোগ। অন্যদিকে, সিরিজ জয় নিশ্চিত করে আত্মবিশ্বাসে ভরপুর ওয়েস্ট ইন্ডিজও শক্তিশালী একাদশ নিয়ে খেলছে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। বাংলাদেশ দল আজ তিনটি পরিবর্তন করেছে। দলে ফিরেছেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। তাদের জায়গায় বিশ্রাম দেওয়া হয়েছে শরিফুল ইসলাম, তানজিম সাকিব এবং নাহিদ রানাকে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে আবারো চরমভাবে ব্যর্থ বাংলাদেশ দলের দায়িত্বজ্ঞানহীন ব্যাটসম্যান লিটন দাস, শুরেতেই গোল্ডেন ডাক মেরে মাঠ থেকে বিতাড়িত হলেন লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের উপর চরমভাবে ক্ষেপেছে ক্রিকেট সমর্থকরা, অনেকেই মন্তব্য করছেন, কোন যুক্তিতে লিটন দাস দলের মধ্যে এখনও অটো চয়েস। লিটন কে নির্বোধ জ্ঞানহীন ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন সমর্থকরা।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রান্ডন কিং, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, আমির জাঙ্গু, জেডি ব্লেডস।