আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বর্বর হামলায় আরও অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান এই সহিংসতায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৩০ জনে। আহত হয়েছেন আরও এক লাখ ছয় হাজারেরও বেশি মানুষ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩০ জন নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের এই অমানবিক আগ্রাসনে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, এবং গির্জাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এই আক্রমণের কারণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী এই সহিংসতার নিন্দা জানানো হলেও, ইসরায়েল তার নৃশংসতা বন্ধ করেনি।
গাজায় চলমান এ মানবিক সংকট থামাতে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।