আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক করা হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবকে অধিনায়ক করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সাকিবকে এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি পাপন সংবাদ মাধ্যমকে বলেন, ‘এশিয়া কাপ’ ও বিশ্বকাপ সামনে রেখে সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের (প্রাথমিক) দল আগামীকালের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এশিয়া কাপের জন্য নির্বাচকরা ১৭ জনের দল ঠিক করেছেন।