
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, নয়াদিল্লি চীন ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের মতো পরিস্থিতি বাংলাদেশে চায় না। বরং পারস্পরিক লাভ ও উন্নয়নের ভিত্তিতে একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখাই ভারতের লক্ষ্য।
শুক্রবার (১৩ ডিসেম্বর) লোকসভায় বক্তব্য দেওয়ার সময় জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতের একটি গৌরবময় অতীত রয়েছে। আমরা আমাদের ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য কাজ করছি।”
তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে উন্নয়ন প্রকল্প রয়েছে, বিশেষ করে বাংলাদেশে। তবে চীন ও পাকিস্তানের মতো সম্পর্কের উদাহরণ তুলে ধরে ইঙ্গিত দেন, সেরকম পরিস্থিতি এড়াতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।
জয়শঙ্কর বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাগুলো আমাদের জন্য চিন্তার বিষয়। আমরা আশা করি, বাংলাদেশের সরকার নিজ দায়িত্বে এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।”
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে এ বিষয়ে ভারতের উদ্বেগ তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের নতুন সরকার যেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ককে আরও সুসংহত করার দিকে মনোনিবেশ করে।”
জয়শঙ্করের বক্তব্যে উঠে আসে, উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভারতের এই নীতি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি উপকার বয়ে আনতে পারে। তবে তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতীয় উদ্বেগও জোর দিয়ে তুলে ধরেন।