আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে সৌদি আরব। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, মরুভূমির এই দেশে তাপমাত্রা শূন্যের নিচে নেমে মাইনাস ৩ ডিগ্রি পর্যন্ত হতে পারে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এনসিএম জানায়, আজ শনিবার কিংবা রোববার থেকে শৈত্যপ্রবাহ শুরু হবে। বিশেষ করে তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।
এনসিএম মুখপাত্র হুসাইন আল কাহতানি জানান, শনিবার থেকেই কনকনে ঠান্ডা হাওয়ার প্রবাহ শুরু হবে, যা শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি করবে। সোমবার ও মঙ্গলবার থেকে শৈত্যপ্রবাহের প্রভাব রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেম এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়বে। এসব এলাকায় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
শৈত্যপ্রবাহের কারণে ধুলোঝড় এবং শুষ্ক বাতাসের প্রকোপও দেখা দিতে পারে, বিশেষ করে মক্কা ও মদিনার উপকূলীয় অঞ্চলে দিনের বেলায় ঠান্ডা বাতাস প্রবাহিত হবে।
এনসিএমের পক্ষ থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, শৈত্যপ্রবাহ চলাকালীন জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে বের না হতে এবং শীতজনিত অসুস্থতা এড়াতে যথাযথ ব্যবস্থা নিতে জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকারি গাইডলাইন অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে।
সূত্রঃ আলজাজিরা।