আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান সময়ে চীনের অনেক অঞ্চলেই দানব আকৃতির ধানগাছের চাষ হচ্ছে। চীনা কৃষিবিজ্ঞানীদের গবেষণারই ফসল এই দানবাকৃতির ধানগাছ। জায়ান্ট রাইস প্ল্যান্ট বা দানব আকৃতির ধানগাছ দুই মিটারের বেশি উঁচু হয় থাকে। এবং পাশাপাশি এই অদ্ভুত দানব আকৃতির ধানগাছের শীষ প্রায় ৩০ সেন্টিমিটারের এর বেশি লম্বা হয়ে থাকে। ফলে একটি দানব আকৃতির ধানগাছ থেকে সাধারণ ধান গাছের তুলনায় অনেক বেশি পরিমাণে ধান উৎপন্ন করা সম্ভব হয় বলে জানিয়েছেন চীনা কৃষিবিজ্ঞানীরা। এবং এই ধানগাছ থেকে খড় কোটাও বেশি পাওয়া যায় যা পশুখাদ্য হিসেবেও বেশ লাভজনক হয়।
জানা গিয়েছে, কয়েক বছর ধরেই চীনের বিভিন্ন প্রদেশেই নতুন এই ধানের উৎপাদন চলছে। চিয়াংসু প্রদেশের ইয়াংচৌ সিটির বিনচৌ গ্রামের চাষীরা দানব আকৃতির এই ধানের চাষ করে ভালো ফলন ও আর্থিকভাবে লাভের আশা করছেন।
তথ্য-সূত্রঃ চীনা সংবাদ মাধ্যম।