![](https://ourtimesnews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসে আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৭টা ১২ মিনিটে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানগণ।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে তিনি স্বাক্ষর করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। তাদের বাণীতে উঠে এসেছে বিজয়ের তাৎপর্য এবং স্বাধীনতার পেছনের আত্মত্যাগ ও সংগ্রামের কথা।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, “স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জন এসেছে দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ এবং রক্তক্ষয়ের মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় আমাদের গর্ব এবং প্রেরণার উৎস।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “১৬ ডিসেম্বর আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। লাখ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয় দিবস কেবল উদযাপনের নয়, এটি আমাদের শপথের দিন—দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার।”
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সংবাদমাধ্যমগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। ইলেকট্রনিক মিডিয়াগুলো মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাঙালি জাতি প্রথমবারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের জাতির সবচেয়ে বড় সম্পদ। বিজয়ের এই দিনে বাঙালির ভাগ্য নতুন সূর্যের আলোয় আলোকিত হয়, সমস্বরে ধ্বনিত হয়—“জয় বাংলা, বাংলার জয়।”