
মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি সকাল ১০টায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ড।
সোমবার (১৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
দিনের শুরুতে ড. মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলের করুণ সুরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ গভীর শ্রদ্ধা আর আবেগে ভরে ওঠে।
পরে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বীর শহীদদের অবদান স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবসে দেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরতে আজকের ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।